Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানে শিখ মন্দিরে হামলায় নিহত ২৫

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৮:৫৮

আফগানিস্তানে শিখ মন্দিরে হামলায় নিহত ২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মঘাতী ও সশস্ত্র বন্দুকধারীদের হামলার প্রায় ছয় ঘণ্টা পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়া হয়। পাশাপাশি নারী ও শিশুসহ প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী তালেবান। বুধবার সকালে কাবুলের শোরবাজার এলাকায় শিখ মন্দিরে আত্মঘাতী ও বন্দুকধারীরা ঢুকে পড়ে। ওই সময়ে সেখানে প্রায় দেড়শো মানুষের জমায়েত ছিলো। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে।

সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হয়রানি ও বৈষম্যের কারণে আফগানিস্তানে শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা কমে আসছে। বর্তমানে দেশটিতে দশ হাজারেরও কম শিখ ধর্মাবলম্বীর বাস। ২০১৮ সালের জুলাইতে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে শিখ ও হিন্দু ধর্মালম্বীদের এক জমায়েতে আইএস’র হামলায় ১৯ জন নিহত ও ২০ জন আহত হন। ওই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন দেশটির অন্যতম শিখ রাজনীতিবিদ আওতার সিং খালসা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জন্য পূর্বনির্ধারিত এক বিলিয়ন ডলারের সহায়তা বাতিলের ঘোষণা দেয়ার এক দিনের মাথায় কাবুলে হামলার ঘটনা ঘটলো। আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়ে ওই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫