শিক্ষার্থীদের চুল কাটা সেই শিক্ষিকা বরখাস্ত

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষিকা কাবেরি গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক তাঁকে সাময়িক বরখাস্ত করেন। শরীয়তপুর জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভেদরগঞ্জ উপজেলার ২৯ নম্বর ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নির্দেশে গত বৃহস্পতিবার স্কুলের দপ্তরি জুমান পঞ্চম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেটে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীদের স্বজনরা। এ বিষয়টি নিয়ে রবিবার বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা চলতে থাকে।

চুল কাটার এ ঘটনা তদন্তে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ একটি কমিটি গঠন করেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মশিউল আজম হিরক ও মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেন।

সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তারা মঙ্গলবার জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মঙ্গলবার জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কাছে। এরই ধারাবাহিকতায় বুধবার তাঁকে সাময়িত বরখাস্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ সম্বলিত পত্র পেয়েছি। সাথে সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //