Logo
×

Follow Us

বাংলাদেশ

অপরাধ যেই করুক তাকে ধরতে হবে: রাষ্ট্রপতি

Icon

আকিব হৃদয়, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ২০:২৮

অপরাধ যেই করুক তাকে ধরতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃত্তির ক্রমান্বয়ে উত্তরণ হচ্ছে, কিন্তু দুর্নীতির সাথে পাল্লা দিয়ে তা পেরে উঠতে পারছে না। তাই যেমন করেই হোক দুর্নীতি থামাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, এটা প্রশংয়নীয় যে- সরকার নিজের ঘর থেকেই দুর্নীতি বিরোুধী অভিযান শুরু করেছে। যেই অপরাধ করুক তাকে ধরতে হবে এবং সাজা দিতে হবে। দুর্নীতি করে কেউ যেন পার না পায়। দুর্নীতি বিরুধী এই অভিযান অব্যাহত রাখতে হবে।  

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।  

এ সময় রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরন ও স্টেডিয়াম নির্মাণসহ স্থানীয় কিছু দাবী-দাওয়া বাস্তবায়নে সহযোগীতার আশ্বাস দেন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫