অপরাধ যেই করুক তাকে ধরতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃত্তির ক্রমান্বয়ে উত্তরণ হচ্ছে, কিন্তু দুর্নীতির সাথে পাল্লা দিয়ে তা পেরে উঠতে পারছে না। তাই যেমন করেই হোক দুর্নীতি থামাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, এটা প্রশংয়নীয় যে- সরকার নিজের ঘর থেকেই দুর্নীতি বিরোুধী অভিযান শুরু করেছে। যেই অপরাধ করুক তাকে ধরতে হবে এবং সাজা দিতে হবে। দুর্নীতি করে কেউ যেন পার না পায়। দুর্নীতি বিরুধী এই অভিযান অব্যাহত রাখতে হবে।  

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।  

এ সময় রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরন ও স্টেডিয়াম নির্মাণসহ স্থানীয় কিছু দাবী-দাওয়া বাস্তবায়নে সহযোগীতার আশ্বাস দেন।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //