Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১৫:১০

সৌদি থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি

সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

শুক্রবার (৩ জুলাই) ভোরে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া শুক্রবার সকালে ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে দেশে ফিরেছেন। এদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। বাকি ৯ জন চাকরির নামে প্রতারণার শিকার হয়ে সেখানে গিয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫