Logo
×

Follow Us

অর্থনীতি

কুষ্টিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামিক শাখা উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ১৫:২২

কুষ্টিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামিক শাখা উদ্বোধন

৭ অক্টোবর শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর) শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

ওই সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। 

এনআরবি গ্লোবাল ব্যাংক পাঁচটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখা এবং চলমান শাখাগুলোর মধ্যে থেকে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫