Logo
×

Follow Us

অর্থনীতি

এনআরবি গ্লোবাল ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১৫:১৯

এনআরবি গ্লোবাল ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

এনআরবি গ্লোবাল ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

সভায় বিগত বছরের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলিত বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। ২০২০ সালে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশ কিছু শাখার উদ্বোধন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদমোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং ৬৯টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫