Logo
×

Follow Us

বাংলাদেশ

ডেমরায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ২১:৪০

ডেমরায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

রাজধানীর ডেমরা অন্ধ প্রজেক্ট এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মো. হোসেন (১৮) নিহত হয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা শেফালী বেগম জানান, তারা অন্ধ প্রজেক্ট পূর্ব বক্সনগর এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। তার ছোট ছেলে (হোসেন) একটি মাছের খামারে কাজ করতেন। এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন হোসেন। রবিবার বিকেলে সেই মেয়েটির বড় বোন তাদের বাড়িতে এসে হোসেনের নামে বিচার দেন।

পরে এ বিষয় নিয়ে বড় ভাই হাসানের সঙ্গে হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসান ছোট ভাই হোসেনের বুকে ছুরিকাঘাত করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫