
রাজধানীর ডেমরায় ছোট ভাই সবুজের (২০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই কবির হোসেন (২৫)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এই দুই ভাইয়ের পিতার নাম মোহাম্মদ আতাউর। তারা ডেমরার সলিমের বাড়িতে ভাড়া থাকতেন।
কবিরকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সবুজকে আটক করেছে পুলিশ।
কবির পেশায় রিকশাচালক। আর সবুজ গুলিস্তানে একটি দোকানে চাকরি করেন।
জানা গেছে, ডেমরার গলাকাটা ব্রিজের পাশে মহিলা মাদ্রাসার সামনের রাস্তায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কবিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সবুজ। পরে কবিরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।