Logo
×

Follow Us

নগর

ডেমরায় ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ১০:১২

ডেমরায় ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যা

রাজধানীর ডেমরায় ছোট ভাই সবুজের (২০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই কবির হোসেন (২৫)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

এই দুই ভাইয়ের পিতার নাম মোহাম্মদ আতাউর। তারা ডেমরার সলিমের বাড়িতে ভাড়া থাকতেন। 

কবিরকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সবুজকে আটক করেছে পুলিশ।

কবির পেশায় রিকশাচালক। আর সবুজ গুলিস্তানে একটি দোকানে চাকরি করেন।

জানা গেছে, ডেমরার গলাকাটা ব্রিজের পাশে মহিলা মাদ্রাসার সামনের রাস্তায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কবিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সবুজ। পরে কবিরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫