Logo
×

Follow Us

নগর

এক মাসের জন্য বন্ধ কালশী-বনানী ফ্লাইওভার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১২:০৬

এক মাসের জন্য বন্ধ কালশী-বনানী ফ্লাইওভার

ঢাকা বিমানববন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের জন্য কালশী-বনানী ফ্লাইওভার বন্ধ আগামী এক মাস বন্ধ থাকবে।

এ কারণে মিরপুর, ইসিবি চত্বর হয়ে বনানী বা মহাখালীগামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। তবে বিমানবন্দর থেকে মিরপুর এবং বনানী থেকে মিরপুরগামী যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক, উত্তর) প্রবীর কুমার রায় জানান, র‌্যাডিসন হোটেল এলাকায় আন্ডারপাস নির্মাণকাজ চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠান সেখানে বক্স কালভার্ট নির্মাণ করছে। যে কারণে কালশী থেকে কাকলীর দিকে যাওয়ার লেনটি বন্ধ রয়েছে।

মিরপুর থেকে যেসব যানবাহন ফ্লাইওভার হয়ে বনানী বা মহাখালীর দিকে যাবে, তাদেরকে কুড়িল বিশ্বরোড বা কাওলা থেকে ‘ইউ টার্ন’ নিয়ে আসতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫