Logo
×

Follow Us

বাংলাদেশ

বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরেক শিশুর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১১:৫০

বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরেক শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত মিজান (৬) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।  গতকাল শনিবার (৯ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয়।   

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া মিজান ভ্যানচালক রোকন মিয়ার ছেলে। তাকে নিয়ে এ ঘটনায় আট শিশুর মৃত্যু হলো।

এর আগে, ৩০ অক্টোবর মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫