বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশেও পড়েছে। ইতোমধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় সরকার সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। আর সেই পরামর্শই বাস্তবায়ন করেছেন শেরপুরের নালিতাবাড়ীর এক রিকশাচালক। করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি যাত্রীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন।
মো. শহীদুল ইসলাম নামের ওই রিকশাচালক জানান, তার রিকশার যাত্রী থেকে যেনো অন্য যাত্রীদের মধ্যে করোনাভাইরাস না ছড়ায় সেজন্য তিনি ব্লিং পাউডার ও স্যাভলন মিশিয়ে স্যানিটাইজার তৈরি করেছেন। তিনি নিয়মিত ওই স্যানিটাইজার দিয়ে রিকশা পরিষ্কার করেন। এছাড়া তার পরনে ছিলো মাস্ক ,হ্যান্ড গ্লাবস ও চশমা।