Logo
×

Follow Us

ক্রিকেট

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ২১:৫৮

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। বুধবার তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে জানা গেছে। 

এর ফলে ক্রিকেটের শীর্ষ সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব কমতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২০১৫ সালের নভেম্বর থেকে শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান পদে ছিলেন। তার পদত্যাগের ফলে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা অন্তর্বতীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরপর দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও এবার দায়িত্ব শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। আগামী সপ্তাহে বোর্ড কাউন্সিলের মিটিংয়ে পরবর্তী চেয়ারম্যান নির্ধারণ করা হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫