Logo
×

Follow Us

বিনোদন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নাসরিন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১৪:২৬

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নাসরিন

অভিনেত্রী নাসরিন।

চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রূপালী পর্দার অভিনেত্রী নাসরিন। এখন চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এই অভিনেত্রী।

নাসরিন বলেন, ডাক্তার তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠি। 

ক্ষোভ প্রকাশ করে নাসরিন বলেন, যে সিনেমার জন্য আমার পুরোটা জীবন কেটে গেলো সেই জগতের কেউ আমাকে দেখতে আসেনি। শিল্পীদের কল্যাণে যে চলচ্চিত্র শিল্পী সমিতি, তারাও কোনো খোঁজ নেয়নি।

কিছুদিন আগে পেটে টিউমারজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন । 

কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নাসরিন। এখন পর্যন্ত প্রায় এক হাজার সিনেমায় অভিনয় করেছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫