Logo
×

Follow Us

জেলার খবর

ফাহাদের বাড়িতে ঢুকতে পারলেন না বুয়েট ভিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ১৮:১৩

ফাহাদের বাড়িতে ঢুকতে পারলেন না বুয়েট ভিসি

বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম

ক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাড়িতে কোনোভাবেই প্রবেশ করতে পারলেন না বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এক পর্যায়ে নিজেকে এলাকাবাসীল ক্ষোভ থেকে বাঁচতে পুলিশ ও র‌্যাব সদস্যের পাহারায় দ্রুত তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের ফাহাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় হাজারো নারী-পুরুষ একত্রিত হয়ে বুয়েট ভিসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ক্ষুব্ধ এলাকাবাসী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু'জন আহত হন। এক পর্যায়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখান থেকে চলে যান।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কড়া নিরাপত্তায় কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের কবর জিয়ারত করেন বুয়েট ভিসি। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ সেখানে ছিলেন।

কবর জিয়ারতের পর সাংবাদিকরা ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামকে বেশ কয়েকটি প্রশ্ন করেন। তিনি পদত্যাগ করবেন কি-না এ প্রশ্নের জবাবে বুয়েট ভিসি বলেন, এখন পদত্যাগের বিষয়ে কথা বলতে চাই না। আমি বুয়েট শিক্ষার্থীদের সবগুলো দাবির সঙ্গে একমত। এগুলো নিয়ে কাজ করছি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫