Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১৩:২৭

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন হোসেন (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদ সদস্য লিয়াকত আলী জানান, ভোরে সুমনসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। পথে শিলগেট নামক স্থানে ভারতের পাখিউড়া বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সুমন নিহত হন।

৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বলেন, অসমর্থিত সূত্রে বিষয়টি জানতে পেরেছি। মরদেহ বর্তমানে পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫