Logo
×

Follow Us

জেলার খবর

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধানক্ষেতে, নিহত ৩

Icon

প্রতিনিধি, সিলেট

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৯:২৭

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধানক্ষেতে, নিহত ৩

সিলেটের জকিগঞ্জে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত ও আরো ২৫ জন আহত হয়েছেন। সিলেট-জকিগঞ্জ সড়কে গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন- জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশু কন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী এ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট থেকে জকিগঞ্জগামী বাসটি বাবুর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

জকিগঞ্জ থানা পুলিশের ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫