
বান্দরবানে
লামা উপজেলা রুপসীপাড়া ইউনিয়নে শাহেদ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়নে ২নং ওয়ার্ড মাস্টার পাড়ার একটি বাগানে তার লাশ পাওয়া যায়।
নিহত
শাহেদ(২৬) মাস্টারপাড়ার মকবুল হেসেনের ছেলে।
রুপসীপাড়া
ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মারমা জানান, মা-বাবার
সঙ্গে ঝগড়া করে রাতে ঘর থেকে বের হয় শাহেদ। এরপর আর ঘরে ফিরেনি। অনেক খোঁজাখুঁজির
পর দুপুরে একটি বাগানে তার লাশ পাওয়া যায়।
লামা থানার
ওসি অপ্পেলু রাজু নাহা জানান, প্রাথমিকভাবে
বিষপানের আত্মহত্যা মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর
হাসপাতালে পাঠানো হয়েছে।