Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে বাসচাপায় একজন নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪

নাটোরে বাসচাপায় একজন নিহত

নাটোরের গুরুদাসপুরে বাসের নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাবিবুর উপজেলার কাছিকাটা এলাকার ফরিদ মাস্টারের ছেলে। তিনি পল্লী চিকিৎসক ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে হাবিবুর স্থানীয় একটি ইসলামী জলসা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মশিন্দা এলাকায় পৌঁছালে চাপাইনবাবগঞ্জ থেকে আসা ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি আরো জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫