Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে সড়কে ঝরলো দুই যুবকের প্রাণ

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১৯:১৯

যশোরে সড়কে ঝরলো দুই যুবকের প্রাণ

ছবি: সাম্প্রতিক দেশকাল

সারাদেশে পরিবহন চলাচল বন্ধ থাকলেও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের জাহিদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩২) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বড়কাজলি গ্রামের ইকরাম শেখের ছেলে শফিকুল ইসলাম।

যশোর পিবিআই পুলিশের ইন্সপেক্টর স্নেহাশীষ জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে যশোর শহরের সার্কিট হাউজ মোড়ে একটি ট্রাকের নিচে ঝাপ দেয় এক যুবক। পরে তাকে যশোর কোতয়ালি মডেল থানার এসআই লিটন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ মৃত ঘোষণা করেন। তার নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে আঙ্গুলের ছাপ নিয়ে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়।

অপরদিকে শফিকুল ইসলাম বুধবার (২৫ মার্চ) বিকেলে যশোর শহরের জেসপ্রিন্টার্সের মালিক তোতার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে বাঘারপাড়া হয়ে নগরকান্দায় যাচ্ছিল। পথিমধ্যে চাড়াভিটার অদুরের নির্মাণাধীন ব্রিজে ধাক্কা দিলে বাঁশে সাথে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫