Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় ১৭৪৭ জনকে ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ২২:১২

পাবনায় ১৭৪৭ জনকে ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিরোজ হোসেন তার এলাকার গরীব অসহায় ১৭৪৭ জনকে ঈদ উপহার দিয়েছেন।

চেয়ারম্যান জানান, সরকারের দেয়া বরাদ্দকৃত ত্রাণ ৫১ মসদিদের ইমাম ও মুযাজ্জিমসহ ১০২ জনকে ২০ কেজি চাউল ও ১ কেজি আলু দেয়া হয়। এছাড়া ১০ কেজি করে চাউল ১২৪৫ জনকে দেয়া হয়েছে। এবং আমি আমার নিজ অর্থে ৪০০ জনকে ৫ কেজি করে চাউল দিয়েছি। সর্বমোট ১৭৪৭ জনকে ঈদ উপহার দিয়েছি।

তিনি বলেন, আমার এলাকায় একজনকেও আমি না খেয়ে থাকতে দিব না। যতদিন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে ততদিন কেউ না খেয়ে থাকবে না। আপনারা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

তিনি বলেন, এখন সারা দেশে করোনাভাইরাস আতঙ্কে রয়েছে, আপনারা দূরত্ব বজায় রেখে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর ভালোভাবে কাটাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫