Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১৫:১০

বরিশালে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতরা হলো- বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডস্থ আমানতগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলির লীলা মঞ্জিলের ভাড়াটিয়া লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন ও তার কিশোর পুত্র শুভ হাওলাদার (১৬)।

ডিবি পুলিশ জানিয়েছে, লিটন হাওলাদারের গ্রামের বাড়ী উজিরপুর উপজেলার পূর্ব হারতায়। সে বরিশালে বাসাভাড়া নিয়ে থাকার পাশাপাশি নিজে এবং কিশোর পুত্রকে দিয়ে মাদক বিক্রি করাতো।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা ও তার সঙ্গীয় অফিসার ফোর্স তাদের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে।

পরে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্রকে আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী লিটনকে কারাগারে এবং তার কিশোর অপরাধী সন্তানকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫