Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় যশোরে ক্লিনিকের মালিকের মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০০:৫৭

করোনায় যশোরে ক্লিনিকের মালিকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণ হাসপাতালের অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং বেনাপোল রজনী ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাক্তার আমজাদ হোসেন। 

শনিবার (৪ জুলাই ) সন্ধ্যায় ঢাকা মিরপুর সেকশন ১২ রিজেন্ট হাসপাতালের আইসিইউতে করোনায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

‘গরীবের’ ডাক্তার খ্যাত আমজাদ হোসেন গত এক সপ্তাহ ধরে করোনা পজিটিভ নিয়ে প্রথমে নিজ বাসায়, পরে ঢাকা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ইউসুফ আলী জানান, স্থানীয়ভাবে জানা গেছে আমজাদ হোসেন মারা গেছেন এবং তিনি করোনা পজিটিভ ছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫