
সারার আউটলেটে অভিনেত্রী মেহজাবীন।
লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ রাজধানীর উত্তরায় চতুর্থ আউটলেটের উদ্ধোধন করেছে।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সারা’ লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, বাংলাদেশের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ আরো অনেকেই।
উত্তরার নয় নম্বর সেক্টরে সোনারগাঁ জনপদের ঠিকানায় এখন থেকে পাওয়া যাবে সারা’র পোশাকের সকল সংগ্রহ। আউটলেট ছাড়া অনলাইনেও সারা’র পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে।
স্নোটেক্স এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ ২০১৮ সালে কাজ শুরু করলেও ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। ঢাকার মিরপুর, বসুন্ধরা সিটি শপিং মল এবং মোহাম্মদপুরে রয়েছে এর আউটলেট।
বিভিন্ন ঋতুর শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো, জিন্স, পোলো টি শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেমসহ আরো বিভিন্ন পোশাক পাওয়া যাবে সারায়। এছাড়াও থাকছে জ্যাকেট এবং শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন।