Logo
×

Follow Us

খেলাধুলা

পিএসজির ট্রেবল জয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ১৪:৫৩

পিএসজির ট্রেবল জয়

উত্তেজনাপূর্ণ নাটকীয় ম্যাচে অলিম্পিক লিওকে টাই-ব্রেকারে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি।

শুক্রবার রাতে প্যারিসের স্টেডে ডি ফ্রান্সে পুরো ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে জাল খুঁজে পায়নি কেউ। ফলে টাই-ব্রেকারে যেতে হয় পিএসজি এবং লিওকে। এখানেও নাটকীয়তা। পেনাল্টির ৫টি শ্যুট আউটের সবগুলোতেই গোল দুই পক্ষের।

এবার পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস ঠিকিয়ে দেন অলিম্পিক লিওঁর বারট্রান্ড ট্রাওরের শট। এরপর পাবলো সারাবিয়ার নিখুঁত শট ঠেকানোর সাধ্য ছিল না লিওঁর গোলরক্ষক অ্যান্থোনি লোপেজের।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ গোলে লিওঁকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতলো পিএসজি। এর আগে ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপ টুর্নামেন্টের শিরোপা জেতে টমাচ টুখেলের শিষ্যরা। ইঞ্জুরির কারণে এই ম্যাচে ছিলেন না ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫