সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজের সমন্বয়ের মাধ্যমে বিদেশ যাওয়ার প্রয়োজনও কমিয়ে আনার কথা বলেছেন তিনি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকেরও চেয়ারপারসন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে কোনো কোনো প্রকল্পের একদল কর্মকর্তা একবার সম্ভাব্যতা যাচাই করতে যান। তারা ফিরে এসে রিপোর্ট দেন। আরেক দল আবার চুক্তির জন্য যায়। তারা ফিরে এসে একইভাবে রিপোর্ট করেন। আবার আরেক দল যায় কেনাকাটার অর্থ লেনদেন করার জন্য। এতে জনগণের অর্থের অপচয় হয়। অহেতুক সময়ক্ষেপণ হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কর্মকর্তা নির্বাচন এবং এক সফরেই সম্ভব সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেকের বৈঠকে পরিকল্পনামন্ত্রী ছাড়াও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে সংশ্নিষ্ট কয়েকজন সচিবকে নিয়ে মঙ্গলবারই বৈঠকে বসেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকে কর্মকর্তাদের বিদেশ সফর-সংক্রান্ত কাজ এবং প্রয়োজনীয়তার বিষয়ে একটি সমন্বিত নীতিমালা নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //