Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১৫:৫৭

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। 

নতুন করে আক্রান্তদের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ।

আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন এবং মারা গেছেন পাঁচজন। নতুন করে কোনো মৃত্যু নেই।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব কথা বলেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫