কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২০, ২১:২১

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (৬ জুন) করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা দেয়া হয়। আজ (৮ জুন) করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে।
কামরুল ইসলাম ভূঁইয়া আরো জানান, রাজধানীর যাত্রাবাড়ীর বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন তিনি। পরিবারের অন্য সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেয়া হয়েছে। তবে এখনো ফল হাতে আসেনি।