বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কেমন হওয়া উচিত?

ম্যানেজিং কমিটি সম্পর্কে সত্য কথাটা বলার জন্য শিক্ষা উপমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, রাজনৈতিক ব্যর্থতার কারণে ব্যবস্থাপনা কমিটির অশিক্ষিতরা শিক্ষকদের ওপর বেশি কর্তৃত্ব ফলান। শিক্ষকদের সম্মান দেওয়ার মতো শিক্ষিত লোক ব্যবস্থাপনা কমিটিতে নিযুক্তির পাশাপাশি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে ব্যাপক পরিবর্তন আনা সময়ের দাবি। ম্যানেজিং কমিটিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের স্থান দেওয়া হোক।

এ প্রসঙ্গে বলা যায়, সভাপতির শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক হওয়া উচিত। অন্যান্য সদস্যের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি। রাজনৈতিক পরিচয়ে কাউকে নিয়োগ নয়। চিহ্নিত দুর্নীতিবাজ আর যে কোনো মামলার আসামিকে নিয়োগ নয়। একজন শিক্ষিত মানুষের পক্ষেই শিক্ষিতদের মূল্যায়ন করা সম্ভব। আর সেটা না হলে মূর্খদের কাছে জিম্মি হয়ে যাবে শিক্ষকরা এবং শিক্ষাপ্রতিষ্ঠান। যেটা শিক্ষাব্যবস্থার জন্য প্রতিবন্ধক হতে পারে।

লেখক: শাহাবুদ্দীন
সহকারী শিক্ষক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
যশোর সদর, যশোর।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //