প্রতিটি বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে ৫ টাকা করে গুনতে হবে যাত্রীকে!

ঢাকার শ্যামলী এলাকায় আমি থাকি। কর্মস্থল কাওরানবাজার এলাকায় যাতায়াত করতে হয় আমাকে। বিভিন্ন রুটের গাড়ি চলাচল করে শ্যামলী বাসস্ট্যান্ডে বিরতি দিয়ে। বৈশিষ্ট্য অনুযায়ী একেক গাড়ির ভাড়া একেক রকম। সাধারণত লোকাল বাসগুলোতে বিশেষ করে গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসে শ্যামলী থেকে ফার্মগেট বা কাওরানবাজার পর্যন্ত ভাড়া একই পাঁচ টাকা। কিন্তু কিছুদিন হলো লক্ষ করছি ৮ নম্বর বাসের কনডাকটররা ১০ টাকা দাবি করে যাত্রীদের কাছ থেকে আদায় করে ছাড়ছে। ৮ নম্বর বাসগুলোর বাসস্ট্যান্ড ছাড়া পথে পথে যাত্রী তোলার প্রবণতা খুব বেশি। তারপর ঠাসাঠাসি করে দাঁড়ানো যাত্রীদের ঠেলেঠুলে কনডাকটরের ভাড়া তোলা অত্যন্ত বিরক্তিকর। 
এ অবস্থায় যাত্রীরা অতিরিক্ত ৫ টাকা দিতে নারাজ। তাদের যুক্তি হলো- কষ্ট করে দাঁড়িয়ে যাবো আবার অন্যায্য ভাড়াও দেব কেন? তখনই বাকবিতণ্ডার শুরু। আর এরকমই চলছে প্রতি মুহূর্তে। গতকাল শনিবার ৮ নম্বর বাসে (ঢাকা মেট্রো জ, ১১-২৪২৮) উঠে জানা গেল- শ্যামলী থেকে ফার্মগেট ৫ টাকা আর কাওরানবাজার নামলে ১০ টাকা! তাহলে বাংলামোটর বা শাহবাগ বা মৎস্য ভবন অর্থাৎ স্ট্যান্ডে স্ট্যান্ডে ৫ টাকা করে গুনতে হবে যাত্রীকে! ভাড়া নিয়ে এই অরাজকতার বিষয়ে কি যথাযথ কর্তৃপক্ষ ওয়াকিবহাল?

আব্দুল আলীম।
শ্যামলী।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //