Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ছেলের গাড়ির নিচে পড়ে মারা গেলেন মা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ২০:৪৬

ছেলের গাড়ির নিচে পড়ে মারা গেলেন মা

ছবিটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে।

ভাগ্যের কি নির্মম পরিহাস! যে সন্তান মায়ের কাছে পৃথীবির সবচেয়ে বড় সম্পদ আজ সেই মা অবুঝ সন্তানের গাড়ির চাপায় মারা গেছেন। ছেলের আবদার ছিলো গাড়ি কিনে দেয়ার জন্য। মাও ছেলের কাছে হার মেনে গাড়ি কিনে দিলেন। আর সেই গাড়িই মায়ের জীবন নিয়ে গেলো। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের আমিরশাহীতে। 

সম্প্রতি আমির শাহীর শারজাহ নগরীর মুয়েইলাহ এলাকাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংযুক্ত আরব আমিরশাহী পুলিশ সূত্র জানিয়েছে, বছর ১৭ এর ওই কিশোর ওই দিন গাড়ি চালানো শিখছিলো। গাড়ি চালানো শিখে সেটিকে পার্কিং করার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি ভারতীয় নাগরিক উত্তর প্রদেশের আদি বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই গুরুতর আহত ওই নারীকে স্থানীয় আল-কাশিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

 শারজাহ পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ১৭ বছরের ওই কিশোর একটি ভারতীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিলো না। তবে সেই ড্রাইভিং শেখার জন্য কোর্স করছিল ওই কিশোর। শেষ পর্যন্ত পুলিশ ওই কিশোরকে আটক করেছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনাগ্রস্ত পরিবারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫