-5da6cf1027f6a.jpg)
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিমানবন্দরে গত সোমবার উইলিয়াম ও কেটকে ফুল দিয়ে স্বাগত জানান হয়। ছবি: রয়টার্স

ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনার আয়োজিত মঙ্গলবার এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন উইলিয়াম ও কেট। ছবি: ডেইলি মেইল

খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল এলাকায় বুধবার এই রাজদম্পতিকে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে স্বাগত জানান হয়। ছবি: ডেইলি মেইল

ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ছবি: রয়টার্স

ইসলামাবাদের মার্গাল্লাহ হিলস জাতীয় উদ্যান পরিদর্শন করেন কেট ও উইলিয়াম। ছবি: রয়টার্স

ইসলামাবাদের মার্গাল্লাহ হিলস জাতীয় উদ্যান পরিদর্শন করেন কেট ও উইলিয়াম। ছবি: রয়টার্স
-5da6cf1060925.jpg)
উইলিয়াম ও কেট ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লসে গিয়ে শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: ডেইলি মেইল

উইলিয়াম ও কেট ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লসে গিয়ে শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: ডেইলি মেইল
ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন গত সোমবার পাঁচদিনের সফরে এসেছেন।
সফরে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া গতকাল মঙ্গলবার অটোরিকশায় চেপে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ব্রিটিশ হাইকমিশনার আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।
এছাড়া এই রাজদম্পতি ইসলামাবাদের একটি স্কুল ও একটি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সেখানে তারা শিশুদের সঙ্গে আড্ডা দেন ও তাদের আঁকা ছবির প্রশংসা করেছেন।
উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ইমরান খানের বন্ধু ছিলেন। শৈশবে উইলিয়াম তাঁর সঙ্গে ক্রিকেটও খেলেছেন। পাকিস্তানে ডায়ানার জনপ্রিয়তা আকাশচুম্বী।