Logo
×

Follow Us

ছবিঘর

প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

Icon

প্রতিনিধি, রাঙামাটি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১৬:৫২

প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

জ্বালানি তেল উৎপাদন প্রক্রিয়া। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

জ্বালানি উৎপাদনের কাজ করছেন মো. শফিক। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

প্লাস্টিক পোড়ানোর পাত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

জ্বালানি তেল সংগ্রহ করছেন মো. শফিক। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

শফিকের উদ্ভাবন দেখতে ভিড় করেছেন কয়েকজন। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ির বাসিন্দা ট্রাক্টরচালক মো. শফিক। প্লাস্টিক পুড়িয়ে প্রতিদিন ৩০ লিটার জ্বালানি তেল উৎপাদন করেন তিনি। কাচাঁমাল হিসেবে ব্যবহার করেন পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের পাত্র। এক কেজি পলিথিন পুড়িয়ে ৭০০ গ্রাম তেল উৎপন্ন করেন শফিক।

শফিক জানান, তিনি অকটেন, পেট্রোল, ডিজেল তৈরি করছেন। বিশুদ্ধকরণ যন্ত্রপাতি কিনতে না পারায় কেরোসিন এবং গ্যাস সরবরাহ করার পাত্র না থাকায় গ্যাস সংগ্রহ করা যাচ্ছে না। পাশাপাশি এ প্রকল্পটি থেকে ছাপার কাজে ব্যবহারের জন্য কালিও উৎপন্ন করছেন।

তাঁর উৎপাদিত প্রতি লিটার অকেটন ৫৫ টাকা, পেট্রোল ৭০টাকা ও ডিজেল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছাপা কালি কেজি প্রতি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান শফিক।

তিনি জানান, জ্বালানি তেল উৎপন্ন করতে কোনো বিদ্যুৎ লাগে না।





Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫