
লন্ডনে ব্যস্ত সময়েও শূন্য মিলেনিয়াম ব্রিজ ফাঁকা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটিশ নাগরিকদের 'অপ্রয়োজনীয়' ভ্রমণ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন। ছবি: রয়টার্স

ফ্রান্সের নিস শহরে ভূমধ্যসাগরের সামনে বসে একাকী এক ব্যক্তি। ছবি: বিবিসি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি সৈকতে ড্রোন দিয়ে তোলা ছবি। সৈকতটি পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ছবি: ইপিএ

ইতালির মিলানে জনহীন পিয়াজ্জা দুয়োমো। ছবি: রয়টার্স

ভারত সরকার জনসমাগম নিষিদ্ধ করায় দিল্লিতে সফদর জংয়ের সমাধিতে নেই মানুষের আনাগোনা। ছবি: বিবিসি

ভেনেজুয়েলার কারাকাসে মানবশূন্য ফ্রান্সিসকো ডে মিরান্ডা অ্যাভিনিউ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে স্কুল, রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। ছবি: ইপিএ

স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে আলকালা ডে হেনারেস শহরের শূন্য রাস্তায় টহলরত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য। ছবি: এএফপি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জনশূন্য স্কয়ারে বসে আছেন দুইজন। এক জায়গায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে অস্ট্রিয়ার সরকার। ছবি: রয়টার্স
করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বের বহু জায়গায় থমকে গেছে প্রাণচাঞ্চল্য। এর মধ্যে কোনো কোনো জায়গায় তা হয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আবার কোথাও কোথাও সাধারণ মানুষ নিজরাই সচেতন হয়ে নিয়েছেন পদক্ষেপ।