Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

প্রতিক্রিয়াশীল নয়

Icon

মোহসিউল হক

প্রকাশ: ২০ মে ২০২০, ১০:০০

প্রতিক্রিয়াশীল নয়

প্রতীকী ছবি।

মাঝে মাঝে ঘড়ির কাঁটার দিকে হঠাৎ চোখ পড়লে

মনে হয় যেন থেমে আছে ওটা।

মুহূর্ত পর যখন জেগে ওঠে- জীবন নেচে ওঠে,

আমি নিঃশ্বাস ফেলি স্বস্তির।

সেই ক্ষণিক- এক পলকের কালে

আমি বড় বিহ্বল হয়ে যাই, ভীতসন্ত্রস্ত হয়ে যাই-

পৃথিবীটা থেমে গেল নাকি!

থেমে গেল কি সব নাড়ির স্পন্দন!

থেমে গেছে বুঝি সব গতি- মুখ থুবড়ে পুরোনো পথের মত।


মাঝে মাঝে ঘড়ির কাঁটার দিকে তাকালে

ভীষণ চমকে উঠি; ক্ষণিকের জন্য হঠাৎ।

আমি আশ্বস্ত হই ফের

নাচের মুদ্রায়- ওর নিজস্ব চলার ছন্দে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫