Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

প্রিয় স্বদেশ

Icon

গোলাম নবী পান্না

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১৭:৪১

প্রিয় স্বদেশ

প্রিয় স্বদেশ মায়ায় টানে

ছায়া এঁকে যায়

সেই ছায়াটি পড়ে এসে

তোমার আমার গায়।


কীভাবে তা বলছি শোনো

এসো গাছের কাছে

পাতারা সব  ছায়া  হয়ে

পায়ের কাছে নাচে।


আবার দেখো নদীর মাঝে

ঢেউ করে যায় খেলা

মজারই এক ছবি ভাসে

ডুবতে গেলে বেলা।


শীতল হাওয়ার পরশ এঁকে

বাতাস বয়ে চলে

পাহাড়ঘেঁষে ঝরনা ঝরে

ঝলমল জলে।


ক্ষেতে সোনার ফসল ফলে

আমরা খেয়ে বাঁচি

দেশকে ভালোবেসে সবাই

মিলেমিশে আছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫