Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ফুৎনলের জীবন

Icon

পায়েলী ধর

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৮:২৬

ফুৎনলের জীবন

ফুঁ-এর সমান একটা জীবন পিঠে

এবং দাওয়ায় আগুন ছিল তাজা

এই সামান্য সাহস কথা বলে

এরচে’ কঠিন ধাঁধারও নেই পথ

গোলাপ-বারুদ-তুল্যমূল্য রুচি

এখন-তখন-যখন-যেমন চলে

চাঁদের মতো অন্ন ফুটুক ঘরে

আমরা-ওরা জ্যোৎস্না মেখে খাই

আমরা-ওরা রাষ্ট্র-রাষ্ট্র খেলি

কঠিন পাশা, বিপদগামী বাঁক

ফুঁ-এর ওপর হাত বুলিয়ে দাও

ফুঁ যেন মা বেঁচেবর্তে যায়

ফুঁ-এর মতো একটা জীবন পিঠে

এবং দাওয়ায় আগুন আছে তাজা

এসো, আমরা জলের দরে কিছু

খুচরোখাচরা সময় ফেরি করি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫