Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির মনোয়নপত্র কিনলেন রবিউল-মনিরুজ্জামান-রফিকুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩

বিএনপির মনোয়নপত্র কিনলেন রবিউল-মনিরুজ্জামান-রফিকুল

ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হয়।

বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন জানান, মনোনয়ন বিক্রি প্রথম দিন ঢাকা-১০ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসন থেকে ড. কাজী মনিরুজ্জামান এবং গাইবান্ধা- ৩ আসন থেকে কাজী রফিকুল ইসলাম ফরম সংগ্রহ করেছেন।

ফরম বিক্রি এবং জমা আগামী শনিবার পর্যন্ত চলবে। আর আগামী রবিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আগামী ২১ মার্চ ওই তিন আসনে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ এবং মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ ফজলে নূর তাপস। এজন্য ঢাকা-১০ আসনটিও শূন্য ঘোষণা করা হয়।

ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করলেও অন্য দুই সংসদীয় ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫