Logo
×

Follow Us

রাজনীতি

জাতীয় পার্টি থেকে নোমানকে অব্যাহতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১৬:২২

জাতীয় পার্টি থেকে নোমানকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) উপদেষ্টা মোহাম্মদ নোমানকে জাপার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক নোমানকে অব্যাহতি দেয়া হয়।

আজ নোমানের অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন দলের চেয়ারম্যান। এ আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫