Logo
×

Follow Us

রাজনীতি

সাবেক এমপি এহিয়া খান মারা গেছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১১:১২

সাবেক এমপি এহিয়া খান মারা গেছেন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) মারা গেছেন।

রবিবার মধ্যরাতে ঢাকার ধানমন্ডির মেডিনোভা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কামরুদ্দিন এহিয়া খান মজলিশের জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে। কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫