Logo
×

Follow Us

রাজনীতি

করোনার উপসর্গ নিয়ে খালেদার উপদেষ্টার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১২:২৬

করোনার উপসর্গ নিয়ে খালেদার উপদেষ্টার মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যু হয়েছে। গত ৩০ জুন বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এমএ হককে ভর্তি করা হয়।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেটের বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম ও দ্বিতীয় নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫