পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১২:০২

ছবি: ডন
পাকিস্তানে একটি ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত ও আরো ৩০ জনের বেশি আহত হয়েছে।
দেশটির পাঞ্জাব প্রদেশের দক্ষিণের শহর রহিম ইয়ার খানে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তেজগাম এক্সপ্রেস নামের ওই ট্রেনটিতে রান্নার জন্য রাখা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়।
জেলা পুলিশ প্রধান আমির তৈমুর খান বলেছেন, ‘৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হসপিটালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের বাহাওয়ালপুরের বাহাওয়াল ভিক্টোরিয়া হসপিটালে পাঠানো হয়েছে।
ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, সকালে ট্রেনের যাত্রীদের জন্য নাস্তা বানানোর সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। জীবন বাঁচাতে অনেকেই ট্রেন থেকে লাফ দিয়ে মারা গেছেন।
রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার জামিল আহমদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে। এছাড়া হতাহতদের উদ্ধারের জন্য মুলতান থেকে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। -ডন