
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে, আফগানিস্তানও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।
এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে আফগানিস্তান। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে তারা।
শনিবার জিম্বাবুয়েকে হারিয়ে টানা ১১ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে দেশটি। এর আগে ২০১৬-১৭ মৌসুমেও টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল আফগানিস্তান।
এক নজরে দুই দলের একাদশ:
বাংলাদেশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।