Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ছুটিতেও সেবা দেবে ‘নগদ’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:০১

ছুটিতেও সেবা দেবে ‘নগদ’

সরকারি ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’।  জনগণের দুর্ভোগ কমাতে সেবা প্রদানে অব্যাহত থাকবে ‘নগদ’। 

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, দেশের জনগণের সেবার জন্য ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ -এর কর্মীরা অন্যান্য সময়ের মতো নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করবে। ছুটির সময়ে আর্থিক কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো ক্যাশ আউট চার্জ না নেয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে (এমএফএস) নির্দেশনা দিয়েছে। 

সাধারণ জনগণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ‘নগদ’ প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো চার্জ নিচ্ছে না। তবে এখনো দেশের অন্য কোনো অপারেটর বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি কার্যকর করেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫