
পচা ডিম। ছবি: সংগৃহীত
এক রাজনীতিবিদ গেছেন এক শহরে বক্তৃতা দিতে। তার বক্তৃতা দেওয়ার বিষয়টা শহরে কেমন সাড়া ফেলেছে বুঝতে সে এক দোকানে ঢুকে বলল, 'আচ্ছা আজ আপনাদের শহরে নাকি কার বক্তৃতা হবে?'
দোকানদার: হ্যাঁ টের পেয়েছি, মনে হয় এক রাজনীতিবিদ বক্তৃতা করবেন।
রাজনীতিবিদ: কিভাবে টের পেলেন? রাজনীতিবিদ খুশি হয়ে জিজ্ঞেস করলেন।
দোকানদার: আমার দোকানের পচা ডিমের বিক্রি বেড়ে গেছে যে।