Logo
×

Follow Us

দেশরঙ্গ

জামাইয়ের শাস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:৫৮

জামাইয়ের শাস্তি

দেশরঙ্গ। প্রতীকী ছবি

পটলার সঙ্গে তীব্র ঝগড়া হয়েছে বউয়ের। অতঃপর তার বউ ফোন করেছে মাকে…

পটলার বউ- মা, ও আমার উপরে নির্যাতন করছে। আমি এই সংসার করতে পারব না।

পটলার শাশুড়ি- শান্ত হও মা, শান্ত হও।

পটলার বউ- ওকে শাস্তি দিতেই হবে মা! আমি আর এখানে থাকব না। ছয় মাসের জন্য তোমার ওখানে যাচ্ছি।

পটলার শাশুড়ি- দোষ তো ও করেছে মা। তুই কেন নিজেকে শাস্তি দিবি? শাস্তি তো ওকে দিতে হবে। তোকে আসতে হবে না। আমিই ছয় মাসের জন্য তোদের ওখানে যাচ্ছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫