Logo
×

Follow Us

দেশরঙ্গ

দুধ খেলে নাকি শক্তি বাড়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১৬:৪০

দুধ খেলে নাকি শক্তি বাড়ে

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি

জসিম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো তার বন্ধু বল্টু একটি দেয়ালের কাছে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে সে বল্টুকে জিজ্ঞাসা করলো-

জসিম: আরে বন্ধু কি করছো এখানে?

বল্টু: আচ্ছা বন্ধু, লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে?

বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?

বল্টু: ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেওয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম। কিন্তু এক ইঞ্চিও নড়ে নাই সব ভুয়া!

এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেওয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫