-664c76079e6c4-665af87499455-6666d7c25a642.jpg)
স্বামী ও স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। ফাইল ছবি
সারাদিন টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত নান্টুর স্ত্রী। বিরক্ত হয়ে একদিন নান্টু স্ত্রীর কাছে জানতে চাইলো—
নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?
স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।
নান্টু: কী সেটা?
স্ত্রী: যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।