
পরিচালক ও নায়িকার মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি
পরিচালক এক বড় মাপের নায়িকাকে নিয়ে কাজ করছেন। কিন্তু নায়িকার কথাবার্তাইয় তিনি খুবই অতিষ্ঠ। পরিচালক সেই নায়িকাকে বলছেন-
পরিচালক: তুমি নাকি তোমার সহ নায়িকাকে কুৎসিত বলেছ?
নায়িকা: কই? না তো!
পরিচালক: তাহলে? কী এমন বলেছ তুমি যে সেই নায়িকা রেগে আগুন হয়ে গেল?
নায়িকা: আমি শুধু বলেছি, তোমাকে টিভির চেয়ে রেডিওতে ভালো দেখায়!