নাম কী তোমার? ধূম্রলোচন,
ডাকে সবাই বহুবচন।
এই যে আমার দুইটা গাই,
গুণে ওদের কমতি নাই।
যেমন দিবে দুধ ন’কেজি,
দেখতে দারুণ আর কী তেজী!
আর কী বলি বলুন ভাই,
এদের নিয়ে হাটে যাই।
গাইয়ের দেখি ঠ্যাং খোড়া!
অন্ধ কানা নয় ওরা।
দেখতে পেলে যায় হেঁটে,
এই যুগে কেউ খায় খেটে?
আপনি ক্রেতা নন সোজা,
মুখটা দেখলেই যায় বোঝা।
ছাড়ুন তো ভাই ছাড়ুন পথ,
ব্যবসা আমার নয় অসৎ।
বিষয় : ননী গোপাল চন্দ্র দাশ দেশরঙ্গ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh