
প্রতীকী ছবি
টনি মামার দিন কেটে যায়
দুঃখ মনে ভীষণ,
সহীহ্ নিয়ত করবে সফল
আনফ্রেন্ডের মিশন।
ঘণ্টা শেষে মামার ফটোয়
লাইক মিলে মোট সাত
বিচ্ছিরি দিন যাচ্ছে মামার
যায় না পেটে ভাত।
সবুজ বাতি দিব্যি জ্বলে
তবুও নীরব কে কে?
কী লাভ ওদের ঘুম পাড়িয়ে
ফ্রেন্ডলিস্টে রেখে?
পই পই করে হিসেব করে
নাম নিয়েছি টুকে,
অদ্য থেকে চলবে মিশন
নীল রাঙা ফেসবুকে।